× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

একনজরে দেখে নিন আজকের রাশিফল!

ডেস্ক রিপোর্ট

১৪ নভেম্বর ২০২৪, ১৬:১৪ পিএম

দেখে নিন আজকের রাশিফল!

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]: 'সকালে বিকালে উঠে রোজ অকালে গোলে মালে ফাঁক তালে বাসে ঝুলে বেহালে', এটা অর্ণবের একটা গান। শোনা না থাকলে সময় করে শুনে নেবেন, আর বাসে ঝুলে ঝুলে যাবেন, পকেট সাবধান! শুভ সংখ্যাঃ ২। শুভ রংঃ লাল।

 

বৃষ [২১ এপ্রিল-২০ মে]: চোখ বন্ধ করে আপনি যা দেখেন সেটাই বাস্তব। বাকি সব ইল্যুশন। তবে চোখটা বাসায় গিয়ে বন্ধ করবেন। রাস্তা পার হওয়ার সময় নয়। শুভ সংখ্যাঃ ১০০। শুভ রংঃ চাঁদ ওঠার সময় যে একটা লালচে কমলা রং থাকে সেটা।

 

মিথুন [২১ মে-২০ জুন]: দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে ব্যস্ত না হয়ে অর্থনৈতিক উন্নতির দিকে মনোযোগ দিন। তখন সোনা দিয়ে দাঁত বাঁধাতে পারবেন। শুভ সংখ্যাঃ ৫। শুভ রংঃ সোনালি।

 

কর্কট [২১ জুন-২০ জুলাই]: সোনা দিয়ে বান্ধাইয়াছেন ঘর? এখন দুদকের ভয়ে আছেন? সম্পদের কাগজ পত্রের বৈধতা নিশ্চিত করুন। শুভ সংখ্যাঃ ৩। শুভ রংঃ সোনালি।

 

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]: পুকুরে তামার পয়সা ফেলে বসে আছেন, জলকুমারী আসবে, এরপর একসাথে তাম্রমুদ্রা, রৌপ্যমুদ্রা এবং স্বর্ণমুদ্রা সব একসাথে মিলবে এই আশায়? আপনার পুকুরে যে পরিমাণ রাসায়নিক সার দিয়েছেন তাতে তামার পয়সা গলে গেছে দেখুন, জলকুমারী কিচ্ছু খুঁজে পায়নি। শুভ সংখ্যাঃ ০। শুভ রংঃ কালো।

 

কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]: গতকাল গেছে হুমায়ুন আহমেদের জন্মদিন। উনার পরিচালিত শ্রাবণ মেঘের দিন সিনেমার বিখ্যাত একটি গানে শিল্পী বলেছেন 'কন্যা ভুল করিস না!' কন্যা রাশির জাতক/জাতিকাগণ! আজকে কিন্তু ভুল করা যাবে না! শুভ সংখ্যাঃ ৭। শুভ রংঃ সাদা।

 

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]: সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে, আপনার তরে কে থাকে ভাই? শুভ সংখ্যাঃ ০। শুভ রংঃ কালচে ধূসর।

 

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]: বিনিয়োগের জন্য সময়টা ভাল। আর বাসায় একটু সময় দিন, পরে বুড়ো বয়সে একা একা বলে বেড়াবেন কেউ পাশে নেই! শুভ সংখ্যাঃ ০। শুভ রংঃ সাদা।

 

ধনু [২২ নভেম্বর- ২০ ডিসেম্বর]: ক্লান্তি কাটাতে কফি খান, কফির খাওয়ার আগে বেশি করে পানি খান। আর হার্ট ঠিক রাখতে একটু দৌড়ান। আর কফি খাবেন না পান করবেন সেটা আপনার ব্যাপার। শুভ সংখ্যাঃ ১০০। শুভ রংঃ হলুদ।

 

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]: ব্লাডপ্রেসার বেড়েছে, আরও বাড়বে, চাপের ওপরেই দিন চলে যাবে। দিন চলে গেলে ব্লাডপ্রেসার নিয়ে ভাবুন কিভাবে কমানো যায়, আছে ডাক্তার, আছে গুগল মামা। শুভ সংখ্যাঃ ৪৫। শুভ রংঃ গোলাপি।

 

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]: দিন চলে যায়, সন্ধ্যা নিয়ে আসে একরাশ হতাশা। আর সারাদিন যে না খেয়ে আছেন তাতে হতাশা আরও বাড়বে, ভরপেট খান। শুভ সংখ্যাঃ ৫০০। শুভ রংঃ নীল।

 

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]: কখনো কখনো কোনো ওষুধ কাজ করে না, কারণ আপনি তো খালি পেটে ওষুধ খান। তাহলে কেমনে কি? শুভ সংখ্যাঃ ৯। শুভ রংঃ কমলা। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.